দেশের সকল সোলার ল্যাবরেটরির সক্ষমতা যাচাইের লক্ষ্যে পর্যায়ক্রমে ল্যাবরেটরিসমূহ পরিদর্শন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। United International University (UIU)-তে স্থাপিত Centre for Energy Research (CER) ল্যাবরেটরিটি স্রেডার চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ০১ জুন ২০২২ তারিখ পরিদর্শন করেন। পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন Prof. Dr. Chowdhury Mofizur Rahman, Professor & Vice Chancellor, UIU; Prof. Dr. M. Rezwan Khan; Mr. Md. Shahriar Ahmed Chowdhury, Director, CER এবং স্রেডার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, সদস্য (যুগ্মসচিব), নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা; জনাব মো: রাশেদুল আলম, সহকারী পরিচালক (সোলার), স্রেডা; জনাব এম রিয়াজ চৌধুরী, লীড এক্সপার্ট, ন্যাশনাল সোলার হেল্প ডেস্ক, স্রেডা।
চিত্রঃ ০১
চিত্রঃ ০২
চিত্রঃ ০৩
চিত্রঃ ০৪
চিত্রঃ ০৫